চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের পাঁচগাতিয়া গ্রামের এক বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা নগদ ১ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলার রাণীগাঁও ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের আশকর আলীর বসত ঘরের দরজা ভেঙ্গে মুখোশ পড়া ৭/৮জনের অস্ত্রধারী একদল ডাকাত তার ঘরে প্রবেশ করে। ডাকাতরা ঘরের সকলকে হাত পা বেধে ঘরে রক্ষিত নগদ ১ লাখ টাকা ও ৭ বড়ি স্বর্ণ নিয়ে যায়। ঘটনার পরদিন সকালে খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ও ইউনিয়ন চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।