বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশী হামলায় ডা. জীবনের নিন্দা

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীতে হবিগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশের হামলার নিন্দা জানান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন। সংবাদপত্রের প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, এই মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির জন্য শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ অতর্কিত হামলা করে শতাধিক নেতাকর্মীকে আহত করেছে এবং কয়েকজনকে গ্রেফতার করেছে। ডা. জীবন এই নেক্কারজনক পুলিশী হামলা ও গ্রেফতারের নিন্দা জানান এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবী করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com