শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব রাজিউড়া থেকে মাদক ব্যবসায়ী আটক ॥ ১০৫ পিস ইয়াবা উদ্ধার ঢাকা পঙ্গু হাসপাতালে গেলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম. এ মালেকচিকিৎসাধীন বিএনপি নেতা জাকির হোসেনকে দেখতে হবিগঞ্জে ছাত্র আন্দোলনের ঘটনায় নবীগঞ্জের জিয়া উদ্দিনকে আসামী করায় বিএনপি নেতাদের ক্ষোভ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শহরতলীর এড়ালিয়ায় বিরোধপূর্ণ ভূমিতে দেয়াল নির্মাণের চেষ্টা জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা সি আই মটরসের সোনালিকা ডে-২০২৪ উদযাপন নবীগঞ্জে সাড়ে তিনঘণ্টা বন্ধ ছিল বিদ্যুৎসেবা আজমিরীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বানিয়াচংয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ’লীগ উন্নয়নের নামে দেশকে লুটপাটের জোয়ারে ভাসিয়েছে

জুমার খুৎবায় মাওঃ মোস্তাফিজুর রহমান আজহারী ॥ মুমিনদের উচিৎ বিয়ের পূর্বেই নেককার স্বামী-স্ত্রী-সন্তান কামনা করে দোয়া করা

  • আপডেট টাইম শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৩১ বা পড়া হয়েছে

এম এ মজিদ ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মোস্তাফিজুর রহমান আজহারী বলেছেন- সন্তান অবাধ্য, অপথে বিপথে চলাফেরা করছে, মাদকাসক্ত, রাত বিরাতে বাসায় ফেরে, পড়ালেখায় মনোযোগি না, নামাজ পড়ে না, রোযা রাখে না, এসব কথা এখন অভিবাবকদের বেলায় নিত্যসঙ্গী হয়ে গেছে। সমাজের জন্য এসব অশনি সংকেত। আমরা যেমন সন্তানদের জন্য দোয়া করতে জানি না, তেমনি সন্তানদের হক আদায়ও করতে জানি না। একজন মুমিনের বিয়ের পূর্ব থেকেই প্রস্তুতি নেয়া দরকার।
প্রথম প্রস্তুতি হচ্ছে- আল্লাহর কাছে বিনীতভাবে চাওয়া, যেন একজন নেককার স্বামী বা স্ত্রী কপালে জুটে। দ্বিতীয়ত হচ্ছে- যাতে নেককার সন্তান জন্মলাভ করে। নবী রাসুল (সা) গন নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। বর্তমানে চলছে এর বিপরীত। বিয়ের প্রস্তুতি নেই আমরা গান বাজনা গীত দিয়ে। বিয়ের পর আমাদের অনেকে যে উলঙ্গপনা করে, নেককার সন্তান জন্ম নিবে কিভাবে। কেন এসব ঘরে অবাধ্য সন্তান জন্ম গ্রহণ করবে না? শুধু সন্তানকে দোষ দিয়ে লাভ নেই, আগে নিজেকে প্রশ্ন করুন, নিজে সন্তানের হক আদায় করছেন কি না, বিয়ের আগে নেককার স্বামী-স্ত্রী কামনা করেছেন কিনা। পবিত্র কোরআনের উদ্বৃতি দিয়ে তিনি বলেন- আল্লাহ কাউকে পুত্র সন্তান দেন, কাউকে কন্যা সন্তান দেন, কাউকে পুত্রও দেন কন্যাও দেন, আবার কাউকে কোনো সন্তানই দেন না। সন্তান-সম্পদ আল্লাহর পরীক্ষা। সবকিছুকে ধৈর্যের সাথে মেনে নিতে হবে।
মাওলানা আজহারী বলেন- এটা প্রমানিত সত্য যে, তিন ধরনের মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। প্রথমত মা বাবা, দ্বিতীয়ত মুসাফির, তৃতীয়ত মজলুম। যারা ইসলামের কথা বলতে গিয়ে নিগৃহিত হয়েছেন, যাদেরকে অন্যায়ভাবে জেল জুলুম ফাসি দেয়া হয়েছে, যাদের সম্পদ অন্যায়ভাবে কেড়ে নেয়া হয়েছে, এ ধরনের মজলুমের দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের মজলুমের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ২৭ মিনিটের জুমার খুৎবায় মাওলানা মোস্তাফিজুর রহমান আজহারী সকলকে ইসলামের মৌলিক বিধি বিধানগুলো পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com