নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামে সালাম ও তার স্ত্রীর উপর হামলার ঘটনায় সুহিনকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আব্দুস সালাম।
মামলা সুত্রে জানা যায়, বাউসা গ্রামের সজিদ উল্লাহ পুত্র আব্দুস সালাম একই গ্রামের করম উল্লাহ পুত্র মোঃ সুহিন মিয়া ও মৃত কাদির উল্লাহ পুত্র আব্দুল শাফির কাছ থেকে পুকুরসহ ৯০ শতক আমন রকম ভূমি ২০২২ সালে ৫০ হাজার টাকায় ইজার নেন। সালাম ২ ধাপে ৩০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ২০ হাজার টাকা আগামী ডিসেম্বর মাসে পরিশোধ করার কথা। ২০২৩ সাল থেকে ইজারাকৃত ভূমিতে নার্সারি ও পুকুরে মাছ চাষ করে আসছেন আব্দুস সালাম। কিছুদিন যাবত শাফি ও সুহিনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে সালামের মনোমালিন্য চলে আসছিলো। লিজকৃত ভূমি ফেরত নেওয়ার জন্য সালামকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছিলো শাফি ও সুহিন। ফেরত না দেওয়ায়, গত শনিবার কয়েকজন লোক সালাম ও তার স্ত্রী আকিবুন নেছার উপর হামলা করে রক্তাক্ত লিলা ফুলা জখম করে। নার্সারির বিভিন্ন প্রজাতির চারা গাছ ও রোপনকৃত ধানের চারা উপড়ে ফেলে অনেক টাকার ক্ষতিসাধন করে। হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে দেশে বিদেশে সমালোচনার ঝড় উঠে।
এ হামলার ঘটনায়, আব্দুস সালাম বাদি হয়ে গত ১৩ আগস্ট, সুহিন ও শাফিকে আসামি করে ৮ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্যাট আদালতে মামলা দায়ের করেন। দিনমজুর সালাম একজন ক্ষুদ্র ব্যবসায়ী, নার্সারির চারা গাছ ভ্যানগাড়িতে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। সালাম জানান, মামলা তুলে নেওয়ার জন্য প্রতিপক্ষ তাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। তার বাড়ির আশপাশে আসামীরা সংবদ্ধ হয়ে ঘুরা ফেরা করায় তিনি চরম আতংক ও জীবনের নিরাপত্ত্বা’হীনতায় ভুগছেন। তার মেয়ে রাইসা আক্তার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এইচএসসি ফাইনাল পরীক্ষার্থী, আসামীরা প্রভাবশালী হওয়ায় যে কোন সময় তার পরিবারের জানমালের ক্ষতি হওয়ার আশংকায় ভুগছেন। তিনি, প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।