নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাও গ্রামের অকিল সরকারের পুত্র মুঞ্জুর সরকার (১২) নামের এক কিশোর বিষধর সাপের কামড়ে আহত হয়েছে। আহত অবস্থায় তাকে প্রথমে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থায় সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
জানা যায়, গতকাল বুধবার সকাল বেলা বাড়ীর পাশে জমি ক্ষেতে খেলা করার সময় তাকে বিষধর সাপে কামড় দেয়। এ খবর তার পরিবারের লোকজনকে জানালে তারা প্রথমে তাকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থায় সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।