স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের শিবপাশা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে সংগঠনের উপদেষ্ঠা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হালিম চৌধুরী ও উপদেষ্ঠা যুক্তরাষ্ট্র প্রবাসী মাওলানা শেখ মোস্তফা কামালসহ সংগঠনের ১০ জন নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহনের মাধ্যমে জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। অন্যান্য সংবর্ধিতরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ইমরান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ আহমেদ রেজা শেখ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর চৌধুরী, সদস্য আশ্বব আলী চৌধুরী, এমদাদুল হক, মোহাদ্দিস মিয়া, আকিমুল হক। এ উপলক্ষে গত সোমাবার বিকেলে শিবপাশা সবুজগঞ্জ বাজারস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি লিয়াকত চৌধুরীর সভাপতিত্বে এবং উপদেষ্ঠা মাওলানা কামরুজ্জামানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব উপদেষ্ঠা আব্দুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্ঠা মাওলানা শেখ মোস্তফা কামাল, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, বং মহল্লা পরিচালনা কমিটির সভাপতি সামায়ুন বখতিয়ার, যশকেশরী মম্বাউল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিল ইউসুফী, শিবপাশা বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি কাজল চৌধুরী, সবুজ বাজার জামে মসজিদের সেক্রেটারী মাওলানা আবু ছাইম সবুজ, বাজার জামে মসজিদের সেক্রেটারী মাওলানা আবু ছাইম, বং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী চৌধুরী, প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা তজমুল হক, প্রবাসী কল্যাণ পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আফরোজ মিয়া। অনুষ্ঠানে ভার্চুয়ালে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাহেদ মিয়া, জসিম উদ্দিন, মাজহারুল ইসলাম চৌধুরী হারু, কিয়ামত আলী, জিয়াউর রহমান চৌধুরী, তৈয়ব আলী, বাচ্চু চৌধুরী, ছাব্বির হোসেন, লকুছ চৌধুরী, মহিবুর চৌধুরী, নুরুল আমীন, শহিদুল ইসলাম রাজ, আবুল কালাম চৌধুরী, শেখ ওয়াসিম, সাংবাদিক মোস্তফা কামাল, মাওলানা কাওছার আহমেদ, জইন উদ্দিন, কাছন চৌধুরী, লুৎফুর রহমান চৌধুরী, ফজলু মিয়া, ছালামিন মিয়া, শেলফু মিয়া, ফারুক মিয়া, আব্দুর রব চৌধুরী, মোশাহিদ মিয়া, মখলিছ মিয়া, ফারুক চৌধুরী, নুর উদ্দিন ও হাফিজুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন- ৫নং শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর থেকে যে কর্মকান্ডগুলো করা হয়েছে সত্যিই প্রশংসনীয়। তারা সংগঠনের সফলতা কামনা করেন। অনুষ্ঠান শেষে সবুজগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস শহীদ মিয়া সকল প্রবাসীদের সুস্বাস্থ্য দীর্ঘায়ূ কামনা এবং মুসলিম উম্মাহার জন্য দোয়া মাহফিল পরিচালনা করেন।