স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের আমতলী বাজারের দুই দোকানে চুরি সংঘটিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই বাজারে ভোর রাতে দোকানে চুরির বিষয়টি ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। জানা যায়, গতকাল রবিবার (১৩ আগস্ট) ভোরে আমতলী বাজারের মুদিমাল ব্যবসায়ী বাবুল আখতার ও জসিমের দোকানে চুরি সংঘটিত হয়। বাবুল আখতার ও জসিম বলেন, দোকানের বাইরে রাখা খোলা সয়াবিন তেলের দুটি তেলভর্তি ড্রাম চোরেরা নিয়ে যায়। প্রতি ড্রামে ২৬ হাজার টাকার সয়াবিন তেল ছিলো। দুটি ড্রামে মোট ৫২ হাজার তেল ছিলো এবং তা চোরেরা নিয়ে যায়।
এদিকে, বাজারের সিসিটিভিতে দেখা যায়, একটি ডায়না গাড়ি করে চারজন যুবক ভোরে দুটি তেলের ড্রাম গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।