প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ১৯ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাত ৮ টায় হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আবুল কালাম খান ইন্তেকাল করেছেন
(ইন্নালিল্লাহি…..রাজেউন)। পরদিন গতকাল বুধবার সকাল ১১টা হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযা নামাজ অনুষ্টিত হয়। জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপি, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গাফফার আহমেদ, হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল লেইছ. সাবেক অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, জে কে এন্ড এইচ কে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, বিশিষ্ট মুরব্বী মোঃ আব্দুল আহাদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, কালাম স্যারের ছেলে ফখরুল আলম খান, হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য মীর জিয়াউল হক জিয়া, মোঃ আব্দুর রফিক, মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। এছাড়া জানাযায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্রসহ ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।