প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল নবীগঞ্জ পৌরসভাধীন তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক এর বিদায়ী সংবর্ধনা অনুষ্টিত হয়।
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি পৌর কাউন্সিলর মো: আলাউদ্দীন এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও: আশরাফ আলী, নবীগঞ্জ ইসলামিক একাডেমির সভাপতি মাও: মুশাহীদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য সাইদুল হক চৌধুরী সাদিক, মাষ্টার আব্দুল মালিক চৌধুরী, উপজেলা উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও মাদরাসার অধ্যক্ষ মো: লুৎফুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এসিল্যান্ড মাহমুদুল হক বলেন, মাদরাসাটি ম্যানেজিং কমিটি, শিক্ষকমন্ডলী ও অভিভাবকগণের ঐকান্তিক প্রচেষ্ঠায় পাবলিক পরীক্ষার ফলাফলে জেলার মধ্যে শ্রেষ্ঠ মাদরাসায় পরিণত হয়েছে। তিনি মাদরাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে দেশের যেখানেই থাকেন সেখান থেকেই মাদরাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় মাদরাসার পক্ষ থেকে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব মাহমুদুল হককে ক্রেষ্ট প্রদান করা হয়।