মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ নব প্রতিষ্ঠিত আইডিয়েল কলেজের উন্নয়নের জন্য সৈদ্যারটুলা, মাতাপুর, দোকানটুলা, তোপখানাসহ ৭ মহল্লার পক্ষ থেকে নগদ ৫ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। গতকাল সকালে কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হায়দারুজ্জামান খান ধন মিয়ার হাতে এ টাকাগুলো হস্তান্তর করা হয়। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনসুর আলম ভূইয়া, কলেজ পরিচালনা কমিটির অন্যতম সদস্য সর্দার মোঃ সাহেদ আলী, সৈদ্যারটুলা ৭ মহল্লার সান সর্দার এনামুল হোসেন খান বাহার, সৈদ্যারটুলা মহল্লার সর্দার আবুল কাশেম খান (মবু মিয়া), মাতাপুর মহল্লার সর্দার এসএম আলী আক্কাছ, এসএম আয়ূব আলী, তোপখানা মহল্লার সর্দার রাছতাজ আলম খান, দোকানটুলা মহল্লার সর্দার আবুল ফজল মিয়া, হাফিজুর রহমান, কাজী মশিউর রহমান, হোসেন মোহাম্মদ খান, ছুরুক মিয়া, আব্দুল জাহের মেম্বার, কামরুজ্জামান খান, জাহাঙ্গীর আলম খানসহ এলাকার আরো মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন।
এ সময় কলেজের উন্নয়নের জন্য তকবাজখানী সান্দের পক্ষ থেকেও সর্দার মোঃ মুশফিকুর রহমান নগদ ১লক্ষ টাকা সভাপতি হায়দারুজ্জামান খান ধন মিয়ার হাতে হন্তান্তর করেন। এলাকাবাসী কলেজের পড়া লেখার মান সমুন্নত রেখে কলেজটিকে সত্যিকারে আদর্শ কলেজ হিসাবে দাঁড় করাতে শিক্ষকবৃন্দের প্রতি আহবান জানিয়ে তাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস প্রদান করেন।