স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ সজিব চন্দ্র দাস ও গোপাল মনি দাস নামের দুইজনকে আটক করা হয়েছে। এ ছাড়াও ইয়াবা ও জুয়া খেলার সরঞ্জামসহ আরেকজনকে আটক করা হয়। গত বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে লাখাইয়ের বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ আগস্ট) লাখাই ইউনিয়নের বটতলা নামক এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ঢাকার আশুলিয়া থানার ঋষি পাড়ার শ্যামল চন্দ্র মনি দাসের ছেলে সজীব চন্দ্র দাস (২৩) ও মৃত ফটিক চন্দ্র মনি দাসের ছেলে গোপাল মনি দাস (২৫) কে আটক করা হয়। গতকাল শুক্রবার (১১ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।