বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সাথে হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেবী চন্দ মতবিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা সভা কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় সভায় জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, সাতকাপন ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, বাহুবল মডেল প্রেস কাবের সভাপতি নূরুল ইসলাম নূর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নূরুল আমীন ও গীতা পাঠ করেন রতন আচার্য্য।
এর পূর্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক ছাড়াও বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাশিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শামীম আহমেদ ও যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান প্রমুখ।