প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার রত্না উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তর করায় হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক-কর্মচারীবৃন্দ। গতকাল বুধবার রাতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও প্রধান শিক্ষক আবু তাহেরর নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়। গত ৭ আগস্ট সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক পত্রে ২৩-২৪ শিক্ষাবর্ষে মানবিক শাখায় একাদশ শ্রেনীতে ভর্তির অনুমোদন লাভ করে বিদ্যালয়টি। প্রতিষ্ঠানের ইন নাম্বার-১২৯৩৬০। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) থেকে একাদশ শ্রেনীতে ভর্তি ইচ্ছুক ছাত্র/ছাত্রীরা আবেদন করতে পারবে।