বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত হবিগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা আহমেদ আলী মুকিব ॥ ফ্যাসিস্ট শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়েছে নবীগঞ্জে কনকর্ড প্রগতী কনসোর্টিয়াম লিমিটেডের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঢাকা গাউছিয়ায় ভুবেন মিলে দূর্ঘটনায় নবীগঞ্জের যুবক শেখ দিলাবর রহমান মৃত্যুর সাথে লড়াই করছে নবীগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন চুনারুঘাটের গাজীপুরের ডুলনা গ্রামে শীতবস্ত্র বিতরণ ও চক্ষু শিবির অনুষ্ঠিত ওয়েডিং ফটোগ্রাফার’স অব হবিগঞ্জের কমিটি গঠন শহরে আমোদ ফূর্তিকালে জনতার হাতে যুবক-যুবতী আটক বাহুবলের আকিজ কোম্পানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৪ মাধবপুরে দেড় মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক দেবী চন্দ ॥ ৯ আগস্ট থেকে হবিগঞ্জের ৫টি উপজেলা ভূমিহীন মুক্ত হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে দ্বিতীয় ধাপে ৯ আগষ্ট জমিসহ ৩৬৪টি গৃহ হস্তান্তর করা হবে। এ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক দেবী চন্দ্র। গতকাল ৭ আগস্ট দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল আলম, আরডিসি মোঃ গিয়াস উদ্দিন।
সভায় আগামী ৯ আগষ্ট ৪র্থ পর্যায়েে দ্বিতীয় ধাপে হবিগঞ্জ জেলার ৬টি উপজেলায় মোট ৩৬৪টি পরিবারের মধ্যে গৃহ বরাদ্দ দেয়া হবে। এর মধ্যে জেলার আরও ৫টি উপজেলা বাহুবল, হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, লাখাই ও মাধবপুরকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে। কেবলমাত্র আজমিরীগঞ্জের বাকী ৬৬টি ঘর আগামী সেপ্টেম্বর মাসে গৃহহীন পরিবারের মাঝে বরাদ্দের মাধ্যমে জেলাকে সম্পূর্ণ ভূমিহীনমুক্ত ঘোষনা করা হবে।
এর আগে গত ২২মার্চ নবীগঞ্জ, বানিয়াচং ও চুনারুঘাটকে গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়। আগামী ৯ আগষ্ট হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, বাহুবলকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বর মাসে আজমিরীঞ্জ উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।
সভায় আরও জানানো হয়, মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর গৃহহীনমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা বাস্তবায়ন করার লক্ষ্যে গৃহহীন পরিবারের মাঝে গৃহহায়ন কাজ বাস্তবায়নে জেলা প্রশাসন ১৪৭.৮৭ একর খাস জমি উদ্ধার করেছে। যার বাজার মূল্য ৫৮ কোটি টাকা হবে। আর এতে সহযোগিতা করছে জেলা প্রশাসনের কর্মকর্তারা, আইন শৃংলাবাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com