স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে দ্বিতীয় ধাপে ৯ আগষ্ট জমিসহ ৩৬৪টি গৃহ হস্তান্তর করা হবে। এ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক দেবী চন্দ্র। গতকাল ৭ আগস্ট দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল আলম, আরডিসি মোঃ গিয়াস উদ্দিন।
সভায় আগামী ৯ আগষ্ট ৪র্থ পর্যায়েে দ্বিতীয় ধাপে হবিগঞ্জ জেলার ৬টি উপজেলায় মোট ৩৬৪টি পরিবারের মধ্যে গৃহ বরাদ্দ দেয়া হবে। এর মধ্যে জেলার আরও ৫টি উপজেলা বাহুবল, হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, লাখাই ও মাধবপুরকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে। কেবলমাত্র আজমিরীগঞ্জের বাকী ৬৬টি ঘর আগামী সেপ্টেম্বর মাসে গৃহহীন পরিবারের মাঝে বরাদ্দের মাধ্যমে জেলাকে সম্পূর্ণ ভূমিহীনমুক্ত ঘোষনা করা হবে।
এর আগে গত ২২মার্চ নবীগঞ্জ, বানিয়াচং ও চুনারুঘাটকে গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়। আগামী ৯ আগষ্ট হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, বাহুবলকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বর মাসে আজমিরীঞ্জ উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।
সভায় আরও জানানো হয়, মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর গৃহহীনমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা বাস্তবায়ন করার লক্ষ্যে গৃহহীন পরিবারের মাঝে গৃহহায়ন কাজ বাস্তবায়নে জেলা প্রশাসন ১৪৭.৮৭ একর খাস জমি উদ্ধার করেছে। যার বাজার মূল্য ৫৮ কোটি টাকা হবে। আর এতে সহযোগিতা করছে জেলা প্রশাসনের কর্মকর্তারা, আইন শৃংলাবাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ।