স্টাফ রিপোর্টার ॥ দু’দিনের টানা অবিরাম বর্ষণে পৌর এলাকার পানি নিস্কাশনে অভিযান অব্যাহত রেখেছে হবিগঞ্জ পৌরসভা। মেয়র আতাউর রহমান সেলিমের দিকনির্দেশনায় শহরের বিভিন্ন পয়েন্টে ড্রেন পরিস্কার ও প্রতিবন্ধকতা দুরীকরণের কাজ করা হয়। গতকাল সোমবার ২য় দিনের মতো পৌরসভার মনিটরিং টিম পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করে। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ মনিটরিং করা হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের পুরুষ ও মহিলা কাউন্সিলরগন পরিচ্ছন্নতা কাজে সমন্বয় করেন। এ সময় ড্রেনগুলোতে ময়লা আবর্জানা না ফেলার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানানো হয় পৌরসভার পক্ষ হতে।