স্টাফ রিপোর্টার ॥ গণভবনে জ্বালাময়ী বক্তব্য দিয়ে উপস্থিত সকল নেতাকর্মীদের তাক লাগিয়ে দিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। গতকাল রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত বাংলাদেশ আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৬৪ জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, ৭৮টি সাংগঠনিক ইউনিটের ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, সিটি কর্পোরেশন মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র ও ৩শ আসনের এমপি মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, জাতীয় কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সকল জাতীয় নেতৃবৃন্দসহ মোট ৫ হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী বলেন-প্রধানমন্ত্রী আপনি হবিগঞ্জে মেডিকেল কলেজ, কৃষি বিদ্যালয়, শেখ কামাল আইসিটি সেন্টার দিয়েছেন। আপনি হবিগঞ্জে অনেক উন্নয়ন করেছেন। যার জন্য হবিগঞ্জ জেলাবাসী আজীবন আপনাদের স্মরণ রাখবে। তিনি বলেন, হবিগঞ্জ আওয়ামীলীগ তৃণমূল থেকে শক্তিশালী সংগঠন। ২০০১ সালেও হবিগঞ্জ এর ৪টি আসনে আওয়ামীলীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এরপর সকল নির্বাচনেই আওয়ামীলীগ এর প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এই ধারা অব্যাহত থাকবে। এছাড়া তিনি বৈদ্যার বাজারে গ্রেনেড হামলার স্মৃতি চারন করেন।