স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রাক্তণ সভাপতি ও সাধারণ সম্পাদক ও বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদের ২৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। তিনি গতকাল রাতে সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর সম্পর্কে স্মৃতিচারণ করেন।
মেয়র বলেন, “মরহুম শরীফ উদ্দিন আহমেদ মেধা মনন এবং সৃজনশীল কর্মের জন্য ছিলেন আলোকিত মানুষ। তিনি সাদাকে সাদা, কালো কালো বলতেন। তিনি ছিলেন সংকীর্ণতার ঊর্ধ্বে একজন নাগরিক।” আতাউর রহমান সেলিম আরও বলেন, “শরীফ উদ্দিন আহমেদ ছিলেন জাতির পিতার আদর্শের একজন পরিপূর্ণ সৈনিক এবং এক কর্মঠ দেশপ্রেমিক। প্রতিবছর যদি তাকে নিয়ে ছোটো ছোটো সংকলন বের করা হয়, তাহলে তার বর্ণাঢ্য জীবন সম্পর্কে আমরা জানতে পারব।”
প্রসঙ্গত, মরহুম অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদ একজন আদর্শবান ব্যক্তি হিসেবে আজও হবিগঞ্জসহ সারা বাংলাদেশে পরিচিত। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার মাত্র ১ মাস ২৪ দিন পর তিনি ইন্তেকাল করেন।