স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা ও কালেক্টরেট ক্লাবের সভাপতি মোহাম্মদ শফি উদ্দিন এবং শিরিন আক্তারের ৩য় কন্যা নিলুফা আক্তার রুপা ৪১ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কৃতিত্বের সাথে অর্জন করেন। রুপা বিকেজিসি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এস এস সি ও বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় সর্ব বিষয়ে এ প্লাস পেয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। তিনি হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার বাসিন্দা। নিলুফা আক্তার রুপা দেশ ও জনগনের সেবা করার জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।