স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রায়ই বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটছে। এলাকার বিশিষ্ট মুরুব্বী আলতাফ সর্দারের খামারে চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে। জি কে গফ্ফারের খামার থেকে পানির পাম্পসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এ ব্যাপারে মামলাও হয়েছে। ওই এলাকার পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের বাসায় ২ বার চুরি হয়েছে। এ ব্যাপারে থানায় জিডি হয়। একই এলাকার ব্যবসায়ী শাফিউল আলমের ৩টা ল্যাপটপ, ৪টি মনিটর, ৩টি মোবাইল সেট চুরি হয়। এ ব্যাপারে শাফিউল আলমের থানায় মামলা করেন। নাসির উদ্দিন একাডেমী, আলীয়া মাদ্রাসার সামনে শফিক মিয়ার দোকানে, টেকনিকেল স্কুল এন্ড কলেজে, ২নং পুলের মামুনের টমটমের পার্টস দোকানে, মনিরের দোকান সহ বেশকটি দোকান ও শিক্ষা প্রতিষ্টানে চুরির ঘটনা ঘটেছে। একই এলাকার এটিএন বাংলার ও এটিএন নিউজ এর প্রতিনিধি আব্দুল হালীমের বাসায় চুরি সংঘটিত হয়েছিল। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটি ফাইনাল রিপোর্ট দেয়া হয়।
গত ৫ আগষ্ট ভোরে ব্যবসায়ী দুলালের বাসায় চুরির প্রস্তুতি নেয় চোরের দল। এ সময় খবর পেয়ে পুলিশ আসলে চোর চক্র পালিয়ে যায়।
২ নং পুল সুন্নী জামে মসজিদের খতিব শাঈখ মুফ্তী আবুল বাশার আল-হানাফী বলেন, মসজিদে ৪ বার চুরি হয়েছে। প্রথম একটি মাউথফেস, দ্বিতীয়তবার আাইপিএস, তৃতীয়ত মসজিদের দানবাক্স থেকে টাকা চুরি, চতুর্থবার ইমাম সাহেবের বাসা চুরি। ইমাম সাহেবের মতে মসজিদের দানবাক্সে প্রায় ৩০ হাজার টাকা ছিল।