স্টাফ রিপোর্টার ॥ আগামী ১০ আগস্ট হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন কে সামনে রেখে গতকাল ৫ আগষ্ট বিকাল ৪ টায় নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম ফরিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এমরান মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।
আরো বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির আহ্বায়ক ছমিরুজ্জামান চৌধুরী বাচ্চু, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খায়রুল ইসলাম, কর্পোরাল লুৎফুর রহমান, আবু ইউছুফ, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব এম সামছুল হুদা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন চৌধুরী, বদরুল হক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সরওয়ার সিকদার, উপজেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক হাফেজ শেখ মিনহাজ উদ্দিন, মহিলা পার্টির সভাপতি নুরজাহান বেগম চম্পা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক তোফাজ্জুল হোসেন, শাহীন আলম চাও মিয়া, সৈয়দ ইমরান আহমেদ, জাপানেতা আব্দুল হাই, আব্দুল কদ্দুস খাঁন, ফারুক মিয়া, মাহদি মিয়া, আকলিছ মিয়া, ছয়ফুল আলম, হারুন মিয়া, আব্দুল নিউটন সুত্রধর, আব্দুল মতিন মুন্না, আব্দুল হাই, খালেদ চৌধুরী, জাবেদ মিয়া, বাছিত মিয়া, কামাল মিয়া, বিকাশ দাস, পৌর জাপানেতা আবু বক্কর, ফরিদ মিয়া, পৌর জাতীয় যুবসংহতিনেতা শিপন আহমেদ প্রমুখ।