স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া ও সংস্কৃতি সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহণ করা হয়। হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের নেতৃত্বে শহরের পিটিআই ক্যাম্পাসে বৃক্ষরোপন করা হয়। এ সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।