স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট করে গতকাল দুপুরে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। পরে সিলেটে জোহরের নামাজ আদায় শেষে রওয়ানা হয়ে বিকেলে হবিগঞ্জের বাসভবনে ফিরেন।
এমপি আবু জাহির গত ২৩ জুলাই তাঁর একমাত্র পুত্রসন্তান ব্যারিস্টার মোঃ ইফাত জামিলের ব্যারিস্টারী সনদ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। ২৫ জুলাই দ্য অনারেবল সোসাইটি অব লিনকন’স ইন এর আয়োজনে ব্যারিস্টার ইফাত জামিলের ‘কল টু দ্য বার’ অর্থাৎ ব্যারিস্টারী সনদ গ্রহণ অনুষ্ঠান এবং ডিনার পার্টিতে সপরিবারে যোগ দেন।
এছাড়াও লন্ডন, মানচেস্টার ও বার্মিংহাম সিটিতে দলীয় এবং প্রবাসী হবিগঞ্জবাসীর উদ্যোগে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন।