স্টাফ রিপোর্টার ॥ ১৫ই আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা ও কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে মানববন্ধন, অবস্থান কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান হয়েছে।
গতকাল হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি প্রার্থী ও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের নেতৃত্বে হবিগঞ্জ প্রধান ডাকঘর এলাকায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে মোতাচ্ছিরুল ইসলামের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়।