স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার পৌর শহরের ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে গড়ে উঠেছে গাড়ির স্ট্যান্ডসহ অসংখ্য ভাসমান দোকান। ফলে সকাল থেকে রাত পর্যন্ত মহাসড়কে যানজট লেগে থাকে। এতে চরম দূর্ভোগে পড়েন চলাচলকারীরা। ফুটপাত ভাসমান ব্যবসায়ীদের এবং মহাসড়ক বিভিন্ন যানবাহনের দখলে থাকার কারনে সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর বাজারে যানজট এখন নিত্যসঙ্গী।
ভুক্তভোগীরা জানান, মহাসড়কের পাশে জনগনের চলাচলের যে রাস্তা রয়েছে এ রাস্তার দখল করে সিএনজি, বাস, অটোরিকশার স্ট্যান্ডসহ ভাসমান ব্যবসায়ীরা দোকান খুলে বসে আছে। তাই সাধারণ পথচারীরা বাধ্য হয়ে মহাসড়কের ওপর দিয়ে চলাচল করছেন। একারনে পথচারীরা প্রায়ই সড়ক দূর্ঘটনায় আহত হচ্ছেন। ইতোপূর্বে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাকের নির্দেশে পুলিশ ফুটপাত ও মহাসড়কের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মহাসড়ক যানজট মুক্ত করেছিল। কিন্তু কিছু দিন যেতে না যেতেই আবারো ধীরে ধীরে ফুটপাত দখলসহ মহাসড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা ও দোকান ঘর।
আকলিমা আক্তার নামে এক নারী পথচারী জানান, মহাসড়কের ফুটপাত দিয়ে সাধারন লোকজন চলাচল করার কথা। কিন্তু ভাসমান দোকানীরা ফুটপাত এমনভাবে দখল করে রেখেছে চলাচলের কোন সুযোগ নেই। এ ছাড়া যানবাহনগুলো যত্রযত্র রাখায় নারী পথচারীরা অনেক বিড়ম্বনার মধ্যে পড়ছেন। ফুটপাত দখলমুক্ত করা হলে পথচারীরা সহজেই বাজারে যাতায়াত করতে পারত। সাইফুল ইসলাম নামে অপর এক পথচারী জানান, মাধবপুর বাজারে প্রতিদিন ৪টি উপজেলার লোকজন ব্যবসাসহ অন্যান্য কাজে মাধবপুর বাজারে যাতায়াত করে। এ কারনে বাজারে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। কিন্তু যানবাহন থেকে নামার পর ফুটপাত দিয়ে হাটার আর কোন সুযোগ নেই। ফুটপাতে হাটতে না পেরে যাত্রীরা গাড়ী থেকে নেমে মহাসড়কের ওপর দিয়ে চলাচল করে। মানুষের জটলার কারনে মহাসড়কে চলাচলকারী দুরপাল্লার যানবাহন জটের মধ্যে আটকা পড়ে।