রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে উপদেষ্টা ফরুক ই আজম বীর প্রতীক ॥ সত্যিকারের মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে চেষ্টা করা হবে শহরে যুবককে ছুরিকাঘাত শহরের মাহমুদাবাদে শিশুকে জিম্মি করে বাসায় ছিনতাই নগদ অর্থ সহায়তা বিতরণকালে জি কে গউছ ॥ প্রতিশোধ পরায়ণ না হয়ে আওয়ামীলীগ নেতাদের সাথে সুন্দর ব্যবহার করছি স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশী এমপি ফয়সাল চৌধুরীকে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইনক’র) উদ্যোগে গণসংবর্ধনা প্রদান ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তিকারী যুবকের নামে মামলা রোটারিয়ান মোহাম্মদ নোমান মিয়া’র ডক্টরেট ডিগ্রি অর্জন বাহুবল মিরপুর বাজারে ১৩ গ্রামের সংঘর্ষের ঘটনায় সালিশে নিষ্পত্তি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আটক ২ ॥ ইনাতগঞ্জে বৃদ্ধ নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তি করায় যুবক আটক ॥ থানা ঘেরাও

সরকার জনগণের দাবিকে অগ্রাহ্য করে এক তরফা নির্বাচনের চেষ্টা চালিয়ে যাচ্ছে-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৯৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন, দেশে বিদ্যমান সংঘাত মুখর রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্তিক অধিকার পুনরুদ্ধার এবং র্নিদলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে চলমান আন্দোলনকে বেগমান করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্টু, নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গোটাজাতি আজ ঐক্যবদ্ধ। কিন্তু সরকার জনগণের দাবিকে অগ্রাহ্য করে এক তরফা নির্বাচনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে প্রতিপক্ষকে রাখতে চায় না। সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জুবায়দা রহমানের বিরুদ্ধে ফরমায়েশিরায় দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বুধবার বিকালে মাধবপুর উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, জেলা বিএনপির সদস্য ছাতিয়াইন ইউ/পি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী অলিউল্লাহ, হাজী আরজু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা সদস্য আলাউদ্দিন আল রনি, সহ-সভাপতি হাজী গোলাপ খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান মীর খুরশেদ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খাঁন, কাউন্সিলর বাবুল হোসেন, বিএনপি নেতা মোঃ শহিদ মিয়া, এডঃ সাজেদুল ইসলাম সজল, মোঃ আবেদ মিয়া, মোঃ জাহাঙ্গীর মিয়া, আমজাদ আলী শাহীন, আনোয়ার হোসেন, মোঃ মফিজুল ইসলাম, মোঃ শামীম মিয়া, আলফাজ মিয়া, বকুল মেম্বার, জামাল মোঃ আবু নাসের, মোঃ অনু মিয়া, মোস্তফা কামাল বাবুল, এডঃ মোঃ ইয়াকুব খান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ এনায়েত উল্লাহ, জেলা ছাত্রদল নেতা এস.এম. ইকরাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মারুফ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায় আল-আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com