স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মাঝে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে দুই দাঙ্গাবাজকে আটক করে আদালতে প্রেরণ করেছে।
গতকাল বুধবার বিকালে ওই গ্রামের মুসলিম মিয়ার পুত্র ফয়জুল ইসলাম (২২), মৃত ফুল মিয়ার পুত্র মনির উদ্দিন (২৫) কে আদালতে প্রেরণ করা হয়। জানা যায়, ওই গ্রামের আকল মিয়া ও ধলাই মিয়ার গোষ্ঠীর মাঝে মাছ ধরা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গত মঙ্গলবার দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়। তখন নবীগঞ্জের সাথে হবিগঞ্জের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই দাঙ্গাবাজকে আটক করে। এদিকে টেটাবিদ্ধ অবস্থায় আব্দুর রউফ, মদরিছ মিয়া, তামিম মিয়াসহ বেশ কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে আব্দুর রউফ ও মদরিছ মিয়াকে ঢাকা ও সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে এখনও কোনো পক্ষ থেকে মামলা হয়নি। পুলিশ দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করেছে।