স্টাফ রিপোর্টার ॥ গত ২৮ জুলাই শুক্রবার সারাদেশে দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ১৭টি মাদরাসা থেকে ৯১৭ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ৫৪৫ জন উত্তীর্ণ হয়েছে। উপজেলার মাদাসায় পাশের হার ৫৯.৪৩%। ফলাফলে উপজেলার মধ্যে সবার শীর্ষে রয়েছে পাঞ্জারাই জি. কে. ওয়াই. আই. দাখিল মাদরাসা। এই মাদরাসার ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৯৩.৪২%। আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার ৪৯ জন, পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৫ জন, পাশের হার ৯১.৮৪%, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪২ জন, পাশের হার ৮৯.৩৬%, নবীগঞ্জ নহরপুর শাহ জালাল রহ. দাখিল মাদরাসার ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ জন, পাশের হার ৮৩.০২%। তাজিয়া মোবাশ্বিরা আলিম মাদরাসার ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৯ জন, পাশের হার ৮১.২৫%। কাজিগঞ্জ বাজার দাখিল মাদরাসার ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪২ জন, পাশের হার ৮০.৭৮%। কুর্শি তাজকিয়া আহলে বাইত দাখিল মাদরাসার ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ জন, পাশের হার ৫৭.৮৯%। দিনারপুর দাখিল মাদরাসার ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৭ জন, পাশের হার ৫৬.৯২%। দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৯ জন, পাশের হার ৫৫.৭১%। তাহিরপুর নয় মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদরাসার ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৩ জন, পাশের হার ৫৫%। হযরত শাহ জালাল রহ. আলিম মাদরাসার ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৩ জন, পাশের হার ৪৭.৯২%। মুকিমপুর সিনিয়র আলিম মাদরাসার ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৭ জন, পাশের হার ৪৩.৫৩%। মাধবপুর ও গালিমপুর দাখিল মাদরাসার ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৬ জন, পাশের হার ৪২.১১%। কশবা ইসলামিয়া দাখিল মাদরাসার ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ জন, পাশের হার ৩৮.৪৬%। সৈয়দপুর বাজার ফাজিল মাদরাসার ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২২ জন, পাশের হার ৩৭.৯৩%। রুস্তমপুর ন-মৌজা সুন্নিয়া দাখিল মাদরাসার ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৩ জন, পাশের হার ৩৬.৫২%। মস্তফাপুর আনোয়ারুল উলুম দাখিল মাদরাসার ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ জন, পাশের হার ১৮.৩৩%।