শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র এফ.এম আহমেদ অলি’র বিরুদ্ধে স্থানীয় সংবাদকর্মী শামীম আহমেদকে ওয়ারিশান সনদ প্রদানে হয়রানীর অভিযোগ উঠেছে। তিনি শামীম আহমেদকে ওয়ারিশান সনদ না দিয়ে অশোভন আচরণ করেন। এ বিষয়ে ভুক্তভোগী শামীম আহমেদ বাদি হয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে তিনি এ অভিযোগটি দাখিল করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন প্রবাসে ছিলেন শামীম আহমেদ। প্রবাসে থাকাকালীন সময়ে তিনি পিত্তথলিতে পাথর থাকায় অসুস্থতায় ভুগছিলেন। এক পর্যায়ে দেশে এসে তিনি অপারেশনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু অপারেশনের খরচের টাকা যোগাড় করতে না পেরে তিনি বাড়িতে চলে আসেন। পরবর্তীতে তিনি চিকিৎসার জন্য তার পৈত্রিক সম্পত্তি বিক্রয় করতে ওয়ারিশান সনদের জন্য শায়েস্তাগঞ্জ পৌরসভায় আবেদন করেন। ওই আবেদনে তিনি সংযুক্ত হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। কিন্তু পৌরসভার মেয়র এফ.এম আহমেদ অলি আবেদন গ্রহন না করে ফেরত দেন। এ সময় ওয়ারিশান সনদ না দেয়ার বিষয়ে কোন কারন উত্তাপণ করেননি মেয়র। শুধু তাই নয়, এতে আমি বাধ্য হয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফি পরিশোধ করে তিনি পুনরায় ভাই বোনদের জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপিসহ আবেদন করেন। এতেও মেয়র আবেদন রিসিভ করেননি। এ সময় শামীম আহমেদ আবেদন গ্রহন না কারণ লিখে দেওয়ার জন্য বললে মেয়র রাগান্বিত হয়ে উঠেন এবং তার সাথে অসৌজন্যমূলক আচরণ করে কার্যালয় থেকে বের করে দেন। এ বিষয়ে শামীম আহমেদ তার চিকিৎসার স্বার্থে দ্রুত ওয়ারিশান সনদ প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহন এবং মেয়রের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের কাছে দাবী জানিয়েছেন।