মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল গ্রেপ্তার ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে জেলা জাপা’র বিক্ষোভ-সমাবেশ যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দের পরামর্শ সভা আজ পহেলা বৈশাখ বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান নবীগঞ্জের কাজীগঞ্জবাজার-মার্কুলী সড়কে দুর্ভোগের যেনো শেষ নেই আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা

বাহুবল উপজেলা চেয়ারম্যানের দুর্নীতি ও অশোভন আচরণের প্রতিবাদে উত্তপ্ত আইন-শৃংখলা কমিটির সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৭১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের অনিয়ম, দুর্নীতি ও অশোভন আচরণের প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় উত্তপ্ত হয়ে উঠে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা। অবশ্য এ সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাশিম, মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক রাহীন, মোঃ মুদ্দত আলী, আব্দুর রেজ্জাক, আজমল হোসেন চৌধুরী, আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, মোহাম্মদ শামীম, কামরুজ্জামান বশির, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নিহার রঞ্জন দেব, আনসার ভিডিপি অফিসার মুর্শেদা আক্তার, মেডিকেল অফিসার ডা. জাহেদ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌস প্রমুখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাশিম বলেন, আমি লজ্জিত, অপমানিত, দুঃখিত, বাকরুদ্ধ। যারা যুদ্ধে মারা গেছেন তারা বড় বাঁচা বেঁচে গেছেন। আমরা যারা বেঁচে আছি তারা বড়ই হতভাগা। জীবনবাজী রেখে আমরা যে দেশ স্বাধীন করেছিলাম। সেই দেশে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল ক্ষমতায় থাকার পরও স্বাধীনতা বিরোধী ও মুক্তিযোদ্ধা বিদ্বেষীরা বড় বড় চেয়ার দখল করে বসে আছে। এদের অসহযোগিতায় সর্বত্র একটা অচলাবস্থা বিরাজ করছে। মানুষ স্বাধীনতার পূর্ণ স্বাদ পাচ্ছে না। তিনি বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পরও একটি রাস্তা উন্নয়নের জন্য একজন মুক্তিযোদ্ধাকে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের দরজায় কড়া নাড়তে হয়। কড়া নাড়তে গিয়ে ঐ মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান ও তার পুত্র সৈয়দ ইসলামের অসৌজন্যমূলক আচরণের স্বীকার হতে হয়। এর বিচার চাইতে গিয়ে আমরা সকল মুক্তিযোদ্ধাগণ তার ও স্বাধীনতা বিরোধীদের রোষানলে পড়েছি। আমাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, হুমকি আসছে, অপপ্রচার হচ্ছে। এসবও দেখে যাবার বাকী ছিল।
সম্প্রতি বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন নিয়ে উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের অনিয়ম, দুর্নীতি ও অশোভন আচরণের প্রতিবাদ ও প্রতিকার দাবিতে গত ১৭ জুলাই স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা মানববন্ধন করেন। এ মানববন্ধনে উপজেলার প্রায় সকল ইউপি চেয়ারম্যান ও গণমান্য ব্যক্তিররা একাত্মতা প্রকাশ করেন। ২৩ জুলাই একই দাবিতে মুক্তিযোদ্ধারা জাতীয় পাবলিক সার্ভিস দিবসের আলোচনা সভা বর্জন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com