স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের বড়বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
এ সময় তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন ও নৌকা মার্কায় ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, আজমীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হিফজুর রহমান, জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গাজিউর গাজি, বানিয়াচং উপজেলা যুবলীগ নেতা মোঃ জিতু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আতাব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ পলাশ হাসান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের নেতাকর্মীসহ এলাকার মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন।