স্টাফ রিপোর্টার ॥ শত শত সংবাদমাধ্যমে ভীড়ে মাত্র দুই বছরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পাঠকের আস্থা অর্জন করেছে আজকের পত্রিকা। পুরো পৃথিবীতে যখন প্রিন্ট পত্রিকাগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এমন অবস্থায় প্রথিতযশা সাংবাদিক গোলাম রহমান এর সম্পাদনায় আজকের পত্রিকা জনপ্রিয় হয়ে ওঠেছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বর্ষপূর্তির কেক কাটেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আজকের পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি মো. সহিবুর রহমান। বর্ণাঢ্য এই আয়োজনে অনুষ্ঠানে হবিগঞ্জের নানা শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে মাত্র দুই বছরে আজকের পত্রিকা সুনাম কুঁড়িয়েছে। এই ধারাবাহিকতা বজায় রেখে গণমানুষের কথা আরো তুলে ধরবে। তাই এই পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এ সময় মেয়র সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ বাড়াতে আহ্বান জানান তিনি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নিউজ টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপ, মানবকন্ঠের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, ঢাকাপোস্টের জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, সময়ের আলোর জেলা প্রতিনিধি কামরুল হাসান,বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, বৈশাখী টিভি ও নয়া শতাব্দির জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, আজকের পত্রিকার শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি জালাল উদ্দিন রুমি, চুনারুঘাট উপজেলা প্রতিনিধি কাজী মাহমুদুল হক সুজন, বাহুবল উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম শামীম, আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, কলেজ শিক্ষক সারওয়ার পরাগ, বাংলানিউজটোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বদরুল আলম, দৈনিক স্বদেশ বার্তার নির্বাহী সম্পাদক মুজিবুর রহমান, সময়ের সত্যের সংবাদের সম্পাদক ও প্রকাশক নায়েব হোসাইন, আজকের সংবাদের জেলা প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহআলম, মাইটিভির জেলা প্রতিনিধি নীরঞ্জন গোস্বামী শুভ, দৈনিক প্রভাকরের স্টাফ রিপোর্টার রুবেল আহমেদ হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার আখলাছ আহমেদ প্রিয়, আলোকিত হবিগঞ্জের সম্পাদক খন্দকার আলাউদ্দিন, দৈনিক প্রভাকরের স্টাফ রিপোর্টার রেজাউল করীম, হবিগঞ্জ প্রেসক্লাবের অফিস সহকারী নিশিকান্ত দাশ প্রমুখ।