স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার রশিদপুর, রামপুর ও ফয়েজাবাদ চা বাগানকে দেয়া ইজারাকৃত ভূমি বালু মহাল হিসেবে ইজারা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চা শ্রমিকরা। বাগানের কাজ বন্ধ রেখে হাজার হাজার শ্রমিকরা আন্দোলনে অংশ নেয়। গতকাল মঙ্গলবার দুপুরে রশিদপুর চা বাগান ফ্যাক্টরীর সামনে মানববন্ধনে রশিদপুর, রামপুর ও ফয়েজাবাদ চা বাগানের হাজার হাজার শ্রমিক অংশ গ্রহন করে। মানববন্ধনে বক্তব্য দেন, রশিদপুর পঞ্চায়েত সভাপতি নিপেন চাষা, লস্করপুর ভ্যালির সভাপতি সুভাষ দাস, রশিদপুর বাগানের ম্যানেজার সফি মিয়া, স্থানীয় মহিলা মেম্বার রিতা কর্মকার প্রমুখ। তাদের দাবী কামাইছড়াটি বাগান শ্রমিকরা যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে। কিন্তু এ বছর ছড়াটি ক্যালেন্ডারভূক্ত করে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে গোপনে ইজারা প্রদান করা হয়েছে। এ মহাল থেকে বালু উত্তোলন করা হলে এলাকায় অবস্থিত মসজিদ, মন্দির ও মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে। অবিলম্বে ইজারা বাতিল করা না হলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সহ কঠিন কর্মসূচি গ্রহন করা হবে বলে শ্রমিক নেতৃবৃন্দ ঘেষনা দেন।