স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-ইকরাম সড়কের উত্তর সাঙ্গর এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় কাওসার মিয়া (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গত সোমবার রাত ১২টার দিকে ওই সড়কে একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট নিয়ে যায়। ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।