স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার তাতারি মহল্লা থেকে ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত সোমবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করা হয়। আটকরা হল, আদমখানি এলাকার মৃত সুন্দর আলীর পুত্র দুলাল মিয়া, জাতুকর্ণপাড়ার মৃত সৈয়দ আলীর পুত্র আলফু মিয়া, নন্দিপাড়া গ্রামের মৃত সফিক মিয়ার পুত্র শাহিনুর মিয়া, ছিলাপাঞ্জা গ্রামের মৃত গরিব উল্লার পুত্র সেবুল মিয়া, আরফান মিয়ার পুত্র বশির মিয়া, লাল মিয়ার পুত্র আব্দুল হাই ও মৃত ছেরাগ আলীর পুত্র কাজল মিয়া। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে তাদের আদালতে প্রেরন করে। পুলিশ জানায়, অভিযান নিয়মিত চলবে। কাউকে ছাড় দেয়া হবে না।