স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ভাষা সৈনিকদের সম্মানে নির্মিত শহীদ মিনারে জুতা পায়ে উঠছেন আগন্তকরা। যার ফলে এর মর্যাদা নষ্টসহ ভাষা সৈনিকদের অসম্মান করা হচ্ছে। পাশেই রয়েছে বঙ্গবন্ধুর ম্যুারাল। এটিও এমন অবস্থাতেই রয়েছে।
শুধু তাই নয়, অফিস টাইমে আদালতে আসা দর্শনার্থীসহ বিকাল বেলা অবসর সময় কাটাতে আসা আগন্তকদের অনেকেই এখানে টিকটক করছেন। এতে করে ভাষা শহীদদের প্রতি অসম্মান করা হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
জানা যায়, সাবেক জেলা প্রশাসক ইশরাত জাহানের সময়ে ভাষা সৈনিকদের সম্মানে জেলা প্রশাসকের পশ্চিমপাশে পুকুরপাড়ে নির্মিত হয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুারালটি। গত ২১ ফেব্রুয়ারি এখানে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে পুস্পস্তবক অর্পন করা হয়। কিন্তু এরপর থেকে শহীদ মিনারটি বলতে গেলে অরক্ষিত হয়ে পড়েছে। নিরাপত্তা বা দেখভালে কোনো লোক না থাকায় এমনটা হচ্ছে বলে মনে করছেন অনেকে।
আদালতে আসা বিচারপ্রার্থীসহ সাধারণ জনগণের অধিকাংশ জুতা পা দিয়েই সেখানে বসে গল্পগুজবসহ আড্ডায় মেতে থাকেন। কেউ কেউ লুডুসহ বিভিন্ন খেলা খেলে সময় কাটান। এ ছাড়া বিকাল বেলা শহরের এক শ্রেণির উঠতি বয়সী যুবক-যুবতীরা এখানে এসে বিনোদনের নামে টিকটক করে। তারাই বেশিরভাগ বুঝেই হউক, না বুঝেই হউক, জুতা পা দিয়ে উঠে। এমন পরিস্থিতিতে শহীদ মিনারটি তদরকির দাবি জানিয়েছেন সুশীল সমাজ ও মুক্তিযোদ্ধারা। এ বিষয়ে জেলা প্রশাসক দেবী চন্দ জানান, বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে।