সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ গ্রেপ্তার ২ সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা জিকে গউছের ৫৮তম জন্মদিনে জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালক পদে পদায়ন পেয়েছেন হবিগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরীর বর্নাঢ্য জীবন সিলেটে লাখাই’র এক যুবকের লাশ উদ্ধার শহরের পরিচিত মুখ মাহফুজ আর নেই থানায় উভয়পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিককে থাপ্পড় দেয়ার ঘটনায় আইনজীবীকে শোকজ চুনারুঘাটে ৩ গরুচোরসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চুনারুঘাটে সিএনজির ধাক্কায় বৃদ্ধা নিহত

আজমিরীগঞ্জে শুটকি ব্যবসায়ী হত্যার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৮৬ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে ফুটবল খেলার উল্লাসকে কেন্দ্র করে প্রতিপক্ষের শুটকি ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত সেলিম মিয়ার বড় ভাই মোঃ নবী হোসেন বাদি হয়ে এই মামলাটি দায়ের করেছেন। অপর দিকে প্রতিপক্ষের লোকজন পুলিশী গ্রেফতার এড়াতে বাড়িঘর পুরুষশূন্য হয়ে পড়েছে। তারা বিভিন্ন স্থানে আত্মগোপন করেছে। এদিকে সংঘর্ষের ঘটনায় নিহত মোঃ সেলিম মিয়া (৩০) এর মরদেহ ময়নাতদন্ত শেষে গতকাল রবিবার বিকাল ৫ টায় গ্রামের বাড়িতে নিয়ে আসে। এ সময় মা সহ স্বজনদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারি হয়ে উঠে। পর সন্ধ্যা ৭ টায় স্থানীয় ঈদগাঁ মাঠে জানাজা শেষে শরীফনগর জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। ওই মামলায় পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এবায়দুর রহমান রাসেল কে প্রধান আসামী করে ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। উল্লেখ্য, আজমিরীগঞ্জ পৌরসভাধীন গরুর বাজার মাঠে স্থানীয় পর্যায়ে তমি ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতা মূলক ফুটবল খেলার আয়োজন করা হয়। বেশকিছু দিন ধরে ওই খেলা চলছিল। গত শনিবার ছিল দুটি গ্রুপের মধ্যে ফাইনাল খেলা। খেলার শেষের দিকে ট্রাইবেকার একপক্ষ অপরপক্ষকে গোল দেয়ার এক পর্যায়ে সেলিম মিয়া (৩০) চিৎকার দিয়ে গোল সমর্থন করে মাঠের ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় খেলার লাইছম্যানের দ্বায়িত্বে থাকা একই এলাকার বাসিন্দা মৃত- আলাউদ্দিন মিয়ার পুত্র রকি মিয়া খেলার মাঠে প্রবেশে বাঁধা প্রদান করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা বাঁধে। এক পর্যায়ে দর্শক সেলিম মিয়ার উপর হামলা চালানো হয়। হামলায় সেলিম মিয়া গুরুতর আহত হয়। আশংঙ্কাজনক অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রস্তুত করে। মরদেহের মাথা, নাক ও দেহের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com