নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সদস্য খালেদ মাসুদের অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। অভিযোগটি গতকাল নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করা হয়। তবে ইউপি সদস্য খালেদ মাসুদ তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবী করে বলেন, একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
কাকুড়া, সাদতপুর, ছোট ফিরোজপুর গ্রামের ২০৫জন স্বাক্ষরিত অভিযোগ সূত্রে জানা যায়, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চানপুর গ্রামের মৃত রজব উল্লার ছেলে খালেদ মাসুদকে এলাকাবাসী ভোট দিয়ে নির্বাচিত করে। কিন্তু নির্বাচিত হওয়ার পর থেকে মেম্বার সিলেটে অবস্থান করেন। বিভিন্ন সময় মেম্বারের স্বাক্ষর প্রয়োজন হয়। কিন্তু মেম্বার এলাকায় না থাকায় স্বাক্ষর পেতে জনগণকে নানা বিড়ম্বনার শিকার হতে হয়। সিলেট বাসায় গিয়ে স্বাক্ষর আনতে হয়, নতুবা দিনের পর দিন অপেক্ষা করতে হয়।
অভিযোগে উল্লেখ করা হয়- ইউপি সদস্য খালেদ মাসুদ এলাকায় কোনো ধরণের উন্নয়নমূলক কাজ করছেন না। উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতেরও অভিযোগ আনা হয়। করেছেন। এছাড়া গ্যাসফিল্ডসহ বিভিন্ন কোম্পানিতে চাকরি পেতে গেলে ইউপি সদস্য খালেদ মাসুদকে টাকা দিতে হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এলাকাবাসী ইউপি সদস্য খালেদ মাসুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত খালেদ মাসুদের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, সবার নিকট আমি ভাল হবার সুযোগ নেই, আমার বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি এলাকাবাসীকে নিয়ে এর প্রতিকার নেব। তিনি বলেন, আমার সন্তান সিলেটে লেখা পড়া করে। যে কারনে আমি সপ্তাহে ২দিন সিলেট থাকি। বাকি ৫দিন এলাকায় অবস্থান করি। তিনি ইউনিয়ন থেকে আমাকে কোন বরাদ্দই দেয়া হচ্ছে না। তাই আত্মসাতের কোন প্রশ্নই আসে না। তিনি বলেন, এর আগে আমার বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ আনা হয়। পরে অভিযোগকারী দুঃখ প্রকাশ করেছে।
অভিযোগ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার বলেন- অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।