বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বীর মুক্তিযোদ্ধাদের বর্জনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় পাবলিক সার্ভিস দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় এ সভাটি উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান-এর সাথে দ্বন্দ্বের জের ধরেই এ বর্জন বলে জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ-এর সাবেক কমান্ডার ডা. আবুল হোসেন। তিনি বলেন, এই স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিদ্বেষী ব্যক্তি উপস্থিত থাকলে আমরা মুক্তিযোদ্ধাগণ উপজেলা পরিষদ কিংবা উপজেলা প্রশাসনের কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করবো না। স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা গত সোমবার উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের অনিয়ম-দুর্নীতি ও অশোভন আচরণের প্রতিকার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে। বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর কমান্ডর বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান ডা. আবুল হোসেন বলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান-এর অনিয়ম-দুর্নীতি ও মুক্তিযোদ্ধাদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে গত সোমবার আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি। মানববন্ধন শেষে আমরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে তার প্রতিকার চেয়েছি। প্রতিকার পাওয়ার আগ পর্যন্ত উপজেলা চেয়ারম্যানকে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে অবাঞ্ছিত করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান উপস্থিত থাকলে উপজেলা প্রশাসনের কোন অনুষ্ঠানেও মুক্তিযোদ্ধারা অংশগ্রণ করবে না বলে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। এ সিদ্ধান্তের আলোকেই আজ রবিবার আমি ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর মিয়া পাবলিক সার্ভিস দিবসের আলোচনা সভা বর্জন করেছি। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত পাবলিক সার্ভিস দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, মৎস্য কর্মকর্তা মিজবাহ উদ্দীন আবজল, কৃষি কর্মকর্তা মৃধা আচার্য্য, প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম হাসান মেহেদী, মেডিকেল অফিসার ডাঃ জাহেদ খান, উপজেলা প্রকৌশলী রাকিবুল হাসান, বাহুবল মডেল প্রেস কাব সহ-সভাপতি ফয়সল আহমদ চৌধুরী তাইনুছ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ ও সদস্য আরিফ হাসান আফজাল প্রমুখ।