স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের শাহপুর গ্রামে মধ্যপযুগীয় কায়দায় ইমন চৌধুরী (২৫) নামের এক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, ইমন চৌধুরী ভারসাম্যহীন রোগী। সে ঘরে প্রায়ই আল্লাহ আকবর বলে চিৎকার করে। গতকাল শনিবার ভোরে আল্লাহ আকবর বলে চিৎকার শুরু করলে ২/৩ জন তার ঘরে এসে হাত-পা বেধে এলোপাতাড়িভাবে কুপিয়ে ক্ষতবিক্ষত করে জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ইমনের চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক।
বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন জানান, কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।