রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে উপদেষ্টা ফরুক ই আজম বীর প্রতীক ॥ সত্যিকারের মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে চেষ্টা করা হবে শহরে যুবককে ছুরিকাঘাত শহরের মাহমুদাবাদে শিশুকে জিম্মি করে বাসায় ছিনতাই নগদ অর্থ সহায়তা বিতরণকালে জি কে গউছ ॥ প্রতিশোধ পরায়ণ না হয়ে আওয়ামীলীগ নেতাদের সাথে সুন্দর ব্যবহার করছি স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশী এমপি ফয়সাল চৌধুরীকে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইনক’র) উদ্যোগে গণসংবর্ধনা প্রদান ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তিকারী যুবকের নামে মামলা রোটারিয়ান মোহাম্মদ নোমান মিয়া’র ডক্টরেট ডিগ্রি অর্জন বাহুবল মিরপুর বাজারে ১৩ গ্রামের সংঘর্ষের ঘটনায় সালিশে নিষ্পত্তি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আটক ২ ॥ ইনাতগঞ্জে বৃদ্ধ নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে ফেসবুকে কুটুক্তি করায় যুবক আটক ॥ থানা ঘেরাও

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে বানিয়াচঙ্গে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে বানিয়াচঙ্গে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২২ জুলাই) ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের হলরুমে কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বানিয়াচং উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে বিগত দিনের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া। আগামী ৬ মাসের পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর মোঃ শাহজাহান মিয়া। বক্তব্য রাখেন, কমিটির ভাইস চেয়ারম্যান কবি ও সমাজকর্মী সৈয়দ মিজান উদ্দিন পলাশ, কমিটির অপর ভাইস চেয়ারম্যান ও বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, কমিটির সদস্য ও বিটিভির তালিকাভুক্ত কণ্ঠশিল্পী একে আজাদ, কমিটির সদস্য ও দৈনিক সমকালের বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, কমিটির যুগ্ম সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব, সদস্য ও বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রুবিনা আক্তার রুবি, সদস্য জুবায়ের খান, হৃদয় হাসান শিশির, নিবিড় আহমেদ তৌকির, মেহেদী ওরফে অনিক হিজরা, নাজিরা আক্তার নিলি, হোসনা আক্তার, তামান্না আক্তার, রুবি আক্তার, হেনা আক্তার পলি, টুম্পা আক্তার, জুমারা আক্তার, মারজিয়া খানম পলি প্রমূখ। সভায় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য প্রভাষক সামায়ূন ঠাকুর যুক্তরাজ্য গমন করায় তাঁর সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়।
উল্লেখ্য, “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প”- এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় হবিগঞ্জ জেলার ৯টি উপজেলাসহ দেশের ৭৩টি উপজেলার এডভোকেসি নেটওয়ার্ক কমিটিকে নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সকল কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে এনজিও ওয়েভ ফাউন্ডেশন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com