স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার মিহির রঞ্জন দাশ (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৯ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের কৈয়া নতুন হাটির বাসিন্দা। জানা যায়, গত ২০ জুলাই মিহির রঞ্জন দাশকে আসামী করে আজমিরীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। এর পর থেকে সে পলাতক ছিল। এক পর্যায়ে র্যাব-৯ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। মামলা তদন্ত কর্মকর্তা এসআই ভূপেন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।