প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নে গণ সংযোগ করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। গতকাল বৃহস্পতিবার এমপি প্রার্থী রুয়েলের সমর্থনে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১১নং মক্রমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ আহমেদ ডিপজলের উদ্যোগে নতুন পাথারিয়ায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় গ্রামের সাধারণ মহিলা ভোটারদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌছে দেন এবং তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। তাছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান এবং এমপি প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহাদ মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এবং মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ-এর ছেলে।