স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছকে কারাগারের অভ্যন্তরে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের মামলায় আসামি ইলিয়াছ মিয়া ওরফে ছোটন (৩০) কে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের-৩ বিচারক মো. আবদুল আলীম এক রায়ে তাকে ১ বছর ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। সে শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের সালেহ আহাম্মদ কনার ছেলে। আদালতের পেশকার রামেন্দ্র দাশ জানান, ২০১৫ সালের ১৮ জুলাই পবিত্র ঈদুল আযহার দিন হবিগঞ্জ পৌরসভার তৎকালীন মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ জি কে গউছ হবিগঞ্জ জেলা কারাগারে ছিলেন। কারাগারে তাকে ডিভিশন প্রদান করা হয়েছিল। সেদিন ঈদের নামাজ শেষে কারাগারের ভেতরের রাস্তায় তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে ইলিয়াছ। অন্যান্য কারাবন্দিরা ইলিয়াছকে ধরে ফেলে। নতুবা নিশ্চিত হত্যা করতো সে। এ ঘটনায় তৎকালীন জেলার মো. শামীম ইকবাল এ ঘটনায় বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। তখনকার ওসি নাজিম উদ্দিন এফআইরগণ্যে মামলা রুজু করে এসআই সাহিদকে তদন্তের দায়িত্ব দেন। সাক্ষি প্রমাণ শেষে ২০১৬ সালের ২৬ নভেম্বর ইলিয়াছের নামে অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় দশজনের স্যাগ্রহণ শেষে এ দণ্ডাদেশ দেন বিচারক। রায় ঘোষণাকালে আদালতে অপর একটি হত্যা মামলায় কারাগারে ছিলো ইলিয়াছ। কিন্তু জি কে গউছকে আক্রমণের কিছুদিন পর জামিনে বেরিয়ে আসে এবং প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে সাইরেন বাজিয়ে হবিগঞ্জ জজকোর্টে মহড়া দেয়। এ ঘটনায়ও তখনকার বিজ্ঞ দায়রা জজ মোঃ আতাব উল্লাহর নির্দেশে একটি মামলা হয়। এ মামলায় সাক্ষি হলো, সাংবাদিক জুয়েল চৌধুরীসহ দুইজন। এদিকে অনেকেই মনে করছেন, বিএনপি নেতা জি কে গউছকে হত্যাচেষ্টার পেছনে অন্যকোনো রহস্য ছিলো। হয়তোবা কেউ তাকে ভাড়াটে খুনী হিসেবে চুক্তি করেছিলো। তখনকার সময়ে আহত জি কে গউছ জানিয়েছিলেন, ইলিয়াছকে তিনি চিনতেন না। তাই তাকে হত্যাচেষ্টার বিষয়টি আজও অজানা রয়ে গেছে বলে মনে করেন অনেক নেতাকর্মীরা।