স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারও মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। ২৪ ঘণ্টায় শহর থেকে ৪টি মোটর সাইকেল উধাও হয়ে গেছে। এতে মোটর সাইকেল আরোহীদের মাঝে আতংক দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পোদ্দার বাড়ি পেট্রোল পাম্প এলাকা থেকে রাজনগরের মারুফ আহমেদ নামে এক ব্যক্তির একটি জিকসার মোটর সাইকেল, পুরান মুন্সেফীর জিসান নামে এক ব্যক্তির মোটর সাইকেলসহ আরও দুই ব্যক্তির মোটর সাইকেল একই কায়দায় উধাও হয়ে যায়।
অনেকেই মনে করছেন, মোটর সাইকেল চোর চক্রের গডফাদার কারাগার থেকে বেরিয়ে আসার সাথে সাথে মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। ভুক্তভোগীরা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।