স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকালী কলেজে শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ১২টায় হবিগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সম্মিলিত নাগরিক আন্দোলনের আহ্বানে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। সভায় বক্তারা বলেন, আমাদের বোনেরা, কন্যারা, ভাগ্নি-ভাইঝিরা এই বৃন্দাবন কলেজে পড়াশোনা করছে। অথচ এই কলেজেরই নিরাপত্তা প্রহরী দ্বারা এক ছাত্রী ধর্ষণের শিকার হয়ে গেল। আমরা তাহলে কোন্ ভরসায় এই কলেজে আমাদের পরিবারের মেয়েদের এই কলেজে পড়তে পাঠাতে পারি ? ভুক্তভোগী ছাত্রীর লিখিত অভিযোগ দায়েরের পর ৪ দিন পেরিয়ে গেলেও কলেজের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। একটি তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা প্রকাশ করা হয়নি। নির্যাতিত শিক্ষার্থী ও তার পরিবার সামাজিক হেনস্তার ভয়ে মামলায় না যাওয়ার সুযোগে অপরাধীর পার পেয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাই অবশ্যই এখন থেকে ৭২ ঘন্টার মধ্যে কলেজ কর্তৃপক্ষ, পুলিশ বা প্রশাসন স্বপ্রণোদিত বাদি হয়ে মামলা দায়ের করতে হবে। অপরাধী ও তার পৃষ্ঠপোষকদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সমাবেশে নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত থেকে সংহতি জানান। সংগঠনটির আহ্বায়ক পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাহিত্যকর্মী সিদ্দিকী হারুনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, কমিউনিস্ট পার্টি জেলা সদস্য চৌধুরী মহিবুন্নূর ইমরান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সদস্য এডভোকেট রণধীর দাশ, উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি আজমান আহমেদ, সম্মিলিত নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, এডভোকেট জিলু মিয়া, এডভোকেট পিনাকী দেবনাথ, বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি শাহ্ জালাল উদ্দিন জুয়েল, নারী অধিকার কর্মী মাহমুদা খাঁ, বৃন্দাবন কলেজ শিক্ষার্থী হাবিবুর রহমান খোকন, ইমদাদ মোহাম্মদ, মাহাদী, নাট্যকর্মী অদ্বিতীয়া ধর, মুক্তাঞ্চল-এর প্রতিনিধি স্বর্ণশ্রী রায় চৌধুরী প্রমুখ। এছাড়াও সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা ও নাগরিক আন্দোলনের সদস্য মোশাররফ হোসেন খান শান্ত, সিপিবি জেলা কমিটির সদস্য রঞ্জন কুমার রায়, সম্মিলিত নাগরিক আন্দোলনের সহ-সভাপতি হুমায়ূন খান ও এডভোকেট গোলাম সারোয়ার জাহান লিটন। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে নানা দাবি সংবলিত প্লেকার্ড প্রদর্শন করেন।