স্টাফ রিপোর্টার ॥ লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ (২০২৩-২০২৪)-এর কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার সাম্পান রেস্টুরেন্টে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের সভা অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন এসএম আব্দুল আউয়াল’র সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন এ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের বিগত সভায় গঠিত নির্বাচন কমিশন আগামী (২০২৩-২০২৪) সনের কমিটিতে লায়ন মর্তুজা হাসানকে প্রেসিডেন্ট, লায়ন অমিয় চন্দ্র রায়কে সেক্রেটারি ও লায়ন বিশ্বজিৎ বনিক চন্দনকে ট্রেজারার হিসেবে নাম ঘোষণা করেন। কমিটিতে রয়েছেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট লায়ন এসএম আব্দুল আউয়াল, পাস্ট প্রেসিডেন্ট লায়ন আলহাজ¦ মোজাহিদ হোসেন চৌধুরী, লায়ন অ্যাডভোকট এসএম আজগর আালী, লায়ন ইঞ্জিনিয়ার মোঃ মনসুর রশিদ কাজল, চার্টার প্রেসিডেন্ট লায়ন এসএম বজলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকাস্থ টিটু ও লায়ন মোঃ ফখরুল আলম, জয়েন্ট সেক্রেটারি লায়ন সৈয়দ আমিনুল হাসান, যুগ্ম ট্রেজার লায়ন অ্যাডভোকেট বিকাশ চন্দ্র দাশ, টেমার লায়ন মর্তুজ আলী, টেইল টুইস্টার লায়ন মোঃ আব্দুল আহাদ, ডিরেক্টর লায়ন এডঃ অর্জুন চন্দ্র রায়, লায়ন একে এম মঈন উদ্দিন চৌধুরী, লায়ন মোঃ জালাল উদ্দিন, লায়ন মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, লায়ন মোঃ মামুনুর রশিদ, লায়ন ইঞ্জিনিয়ার জয়নাল উদ্দিন খান, লায়ন দিলীপ কুমার সরকার, লায়ন মহিবুর রহমান টিপু। মেম্বার লায়ন মহিবুর রহমান সেলিম, লায়ন মোঃ আব্দুল কাইয়ুম, লায়ন বদরুল আলম, লায়ন রাজেন্দ্র চন্দ্র দাস, লায়ন সুনীল চন্দ্র দাস, লায়ন মাহবুবুল হক মুকুল, লায়ন মোঃ রেজাউল করিম, লায়ন খালেদ গনি, লায়ন রাম বণিক ও লায়ন রাজু মিয়া।