শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

খোয়াই ব্রীজ ওয়ানওয়ে হয়েছে প্রথম দিনেই যানজট কমেছে

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে খোয়াই ব্রীজ ওয়ানওয়ে হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ন’টা হতে এ নিয়ম কার্যকর হয়। এ উদ্যোগ চালু করার পর চৌধুরী বাজার এলাকায় যানজট অনেকটা কম দেখা গিয়েছে।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘যানজটের কারনে সৃষ্ট দুর্ভোগ কমাতে সকলের ঐক্যমতের ভিত্তিতে খোয়াই ব্রীজে যানবাহন চলাচল একমুখী করা হয়েছে। এই উদ্যোগ নেয়ার ফলে সকল শ্রেনীপেশার মানুষ উপকৃত হবেন। সকাল ন’টায় খোয়াই ব্রীজের দুই পাড়েই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার একটি দল পরিস্থিতি পর্যবেক্ষন করে। এ সময় ব্রীজের উত্তর পাড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট প্রিয়াংকা পাল, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমান, পরিবহন শ্রমিক ইউনিয়ন হবিগঞ্জের সাধারণ সম্পাদক সজিব আলী, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, ট্রাফিক সার্জন মোহাম্মদ উল্লাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘এই ব্রীজকে ওয়ানওয়ে করা শহরের মানুষের দাবী ছিল। ১২ জুলাই এ ব্যাপারে মতবিনিময় সভা হয়েছিল। ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবীসহ সকল শ্রেনী পেশার প্রতিনিধিদের মতামত ও পরামর্শে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভা এই উদ্যোগ বাস্তবায়ন করে। মানুষের কষ্ট লাঘবের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।’ মেয়র আরো বলেন,‘এই ব্রীজে খুবই ঝুকি নিয়ে যানবাহন ও পথচারী চলাচল করতো। কিন্তু একমুখী যানবাহন চলাচল বাস্তবায়ন করায় এখন ঝুকি কমে গেলো। আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি তবে শহরের যানজট অনেকটাই নিরসন হবে বলে আমি বিশ্বাস করি।’ পথসভায় বক্তারা বলেন এই উদ্যোগের ফলে শহরের যানজট অনেকাংশ লাঘব হবে। রাস্তার নিয়ম শৃংখলার জন্য ট্রাফিক পুলিশের পাশাপাশি হবিগঞ্জ পৌরসভার স্বেচ্ছাসেবকদের ইউনিফরম পরিহিত অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com