স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে দিনে দুপুরে চালককে হাঁত পা বেধে সিএনজি ছিনতাইকালে একজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার লাদিয়া গ্রামের পাশর্^বর্তী হাওরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলতখাঁবাদ গ্রামের লিয়াকত আলীর পুত্র সিএনজি চালক খোকন মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে চুনারুঘাটের চাঁনপুর থেকে ৩ যুবক লাদিয়া গ্রামে আসার জন্য ৫শ টাকায় (হবিগঞ্জ-থ-১১-৩৬২০) সিএনজি ভাড়া করে নিয়ে আসে। লাদিয়া আসার সাথে সাথে আরও ২/৩ জন মিলে তার হাত পা বেধে সিএনজি ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে চালক চিৎকার করলে তার হাত-পা ভেঙ্গে ফেলা হয়। গ্রামবাসী ধাওয়া করে ছিনতাইকারী চক্রের ১ সদস্য আটক করলে অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ইকবালকে আটক করে সিএনজিসহ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে থানায় মামলা দিতে গেলে পুলিশ গড়িমসি করে বলে জানিয়েছে আহত খোকন। এদিকে আহত খোকনের ডান পা ভেঙ্গে গেছে। ডাক্তার জানিয়েছেন তাকে চিকিৎসাধীন থাকতে হবে।
ওসি নাজমুল হক কামাল জানান, ইকবাল মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। তবে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।