স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক ইশরাত জাহানকে বিদায় সংবর্ধনা দিয়েছে কালেক্টরেট কাব হবিগঞ্জ। গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সভাপতি শফি উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদায়ী জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা পাল। সভায় বক্তব্য রাখেন কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সহ-সভাপতি আব্দুর রহিম, অমিয় রঞ্জন দত্ত, সাংগঠনিক সম্পাদক কাজল দাস, দপ্তর সম্পাদক হায়দর আলী, প্রচার সম্পাদক কুদ্দুছ আলী, ক্রীড়া সম্পাদক উস্তার মিয়া, মহিলা সম্পাদিকা সুমাইয়া আক্তার, সদস্য শামছুল ইসলাম প্রমুখ।