স্টাফ রিপোর্টার ॥ পবিত্র হজ্বব্রত পালন শেষে দেশে ফিরেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল বুধবার সকালে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আজ বৃহস্পতিবার বিকালে তিনি হবিগঞ্জ ফিরবেন এবং বাদ আছর দলীয় নেতাকর্মীদের নিয়ে শায়েস্তানগরস্থ তার পিতা-মাতা ও বড় বোনের কবর জিয়ারত করবেন।
এরআগে গত ১৩ জুন পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন আলহাজ্ব জি কে গউছ। সাথে রয়েছেন উনার স্ত্রী আলহাজ্ব ফারহানা গউছ হেপী ও আপন ছোট বোন আলহাজ্ব মুহিতুন্নেছা মিতু।
আলহাজ্ব জি কে গউছ এরপূর্বেও অসংখবার পিতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া, মাতা বিশিষ্ট সমাজ সেবিকা মরহুমা আলহাজ্ব মঞ্জিলা বেগম, স্ত্রী আলহাজ্ব ফারহানা গউছ হেপী, ছেলে আলহাজ্ব মঞ্জুরুল কিবরিয়া প্রিতম ও আলহাজ্ব মাজহারুল কিবরিয়া পুলককে নিয়ে পবিত্র হজ্ব ও উমরা পালন করেছেন।